কি করবি দশ দিন দুঃখ ললাটে ছিল
চির-দিনে যে লিখল ধাতা।
তাকর লাগি নিজ দেহ খোয়ায়বি
খায়বি সহচরি-মাথা।।
ধৈরজ বান্ধবি চীতে।
সবহুঁ দিবস তোর দুখে নহি যায়ব
বিহি পুন মিলায়ব মীতে।।ধ্রু।।
পথিকিনি-হাতে পাতি লিখি ভেজলুঁ
আজু রজনি-পরভাতে।
সো অব এতখণ মধুপুর পহুঁছল
প্রাতে দেয়ব হরি-হাতে।।
পুনহুঁ কালি হম সহচরি ভেজব
সখী মথুরাপুরী প্রান্তে।
কহে শশিশেখরে করতলে বুক ধরি
আনি মিলায়ব কান্তে।।