কাহারে কহিব কানুর পিরীতি
তুমি সে বেদনী সই।
সে রস ধাধসে ধসধস হিয়া
তেঞি সে তোমারে কই।।
ও নব নাগর রসের সাগর
আগর সকল গুণে।
সে সব চরিতি আদর পিরীতি
বুঝিয়া মরিব মেনে।।
পিরীতির বোলে কত না ছলে সে
কি না সে আকূতি সাধে।
মান নাশিয়া মধুর ভাষিয়া
হাসিয়া মরম বাঁধে।।
সে মোর কোলেতে করিয়া ভরিয়া
বদনে বদন দিয়া।
মধুর চুম্বিয়া বিধু বিড়ম্বিয়া
পরাণ লইল পিয়া।।
কাঁচুয়া ফাঁড়িয়া সে রস লুটিয়া
ভুলিয়া মধুপ জনু।
কমল কোরক ভরমে কি কৈল
গুণেতে ঘুণিত তনু।।
ও-দিঠি চাতুরী মুখের মাধুরী
লহরী কত বা আর।
এ সুখ শুনিতে ঝুরি না মরয়ে
দাস গোবিন্দ ছার।।