কি করব এ সখি মন্দির মাহ।
ইহ মধু যামিনি সব ব্রজ কামিনি
বৃন্দাবিপিনহি যাহ।।ধ্রু।।
হোরী রঙ্গ তরঙ্গিত শ্যামর
বিহরই কালিন্দি তীর।
সোঙরি সোঙরি মন করত উচাটন
যতনে না হোয়ত থীর।
কি করব গুরুজন পরিজন দুরজন
ইহ সবে না কর নেহার।
সহচরি সঙ্গহি পরম নিশঙ্কহি
কানু সঞে করব বিহার।।
মৃগমদ চন্দন কুসুম হারগণ
যতনে ঝাঁপি লেহ হাত।
তাম্বুল কপূরযুত লেই চলহ দ্রুত
গোবর্দ্ধন চলু সাথ।।