কি কহব শ্যাম সুধামুখী রীত।
ভুলল কুলভয় বিপুল নেহ নব
তুয়া গুণচরিতে মজায়ল চিত।।ধ্রু।।
অনুখণ বিষম কুসুমশরভয়ভীত
খরতর শাস নিসরে অনিবার।
উতপত অঙ্গ অবশ গতিবিরহিত
ভূষণ বসন সম্ভারই ভার।।
চিন্তাজলধি মাঝ ভেল নিমগন
অবনত মাথ নখহি খিতি লেখি।
বারিজ-নয়ন যুগলে জল ঝলকই
ঘন ঘন নিয়ড়ে নীপবন দেখি।।
চূয়ত ঘরম ছরম বিনু অবিরত
সহচরী পবন করই দিনরাতি।
দামিনীদাম দমন দূতি বি-বরণ
হেরইতে বিদরই নরহরি ছাতি।।