কুকিলায় করিয়াছে ধ্বনি যামিনী আর নাই গো নাই।
বিদায় দেও গো ঘরে যাই।।
সখি গো সারা নিশি রঙ্গে ঢঙ্গে আমোদে কাটাই।
তোমার সনে আলাপনে রজনী পোসাই।।
উদয় হল দিনমণি যামিনী আর নাই।
নিশি ভোরে কুহু সুরে ধ্বনি শুনতে পাই।।
সখি গো তোমার আমার মিলনেতে কে ফেলিল ছাই।
নিশি শেষে পাগল বেশে কেঁদে মরে রাই।।
সখি গো তোমার আমার মিলন যেন কায়েম রাখেন সাই।
জনমের মত আবার তোমায় দেখতে যেন পাই।
সখি গো ছেড়ে যেতে মন মানেনা কেমনে ঘরে যাই।
রিয়াছত বলে উদাস মনে বিদায় গাথা গাই।