কে আছে বুঝিয়া বলিবে সুঝিয়া
আমার পিয়ার পাশে।
পীরিতি গোপত না করে বেকত
শুনিয়া লোকেতে হাসে।।
গোপত বলিয়া কেন বা বলিলে
এমত করিলে কেনে।
এমত ব্যাভার না বুঝি তাহার
পীরিতি যাহার সনে।।
সই, এমতি কেনে বা হল।
পরের যে নারী নিল মন হরি
নিশ্চয় ছাড়িয়া গেল।।ধ্রু।।
আমি অভাগিনী দিবস রজনী
সোঙরি সোঙরি মরি।
কুলের কলঙ্ক হইল সালঙ্ক
তবু যে না পানু হরি।।
পুরুষ পরশ হইল দুরস
বিছুরি আপনি মতি।
জনম অবধি না নাই সোরাথি
কাঁদিয়া মরি যে নিতি।।
চণ্ডীদাসে কয় সুজন সে হয়
এমতি না করে সে।
তাহার পীরিতি পাষাণে লেখতি
মুছিলে না মুছে সে।।