কোথায় গেল গৌরাঙ্গ রূপ দেখাইয়া কোথায় গেল। ধু
হায় গো শিখাইয়া বুঝাইয়া বন্ধে কি মন্ত্রণা দিল।
দেখা দিয়া প্রাণী নিল মোরে পাগল করিয়া গেল।
নবীন যুবতী যারা ঘরে না রহিল।
কেছারূপে দেখা দিল মুনির মন ভুলাইল।
পুরুষ কিবা নারী তার চিনন ও না গেল !
ছাবাল আকবর আলী বলে, ঠেকিয়া রইলাম মায়া জালে।
হায় গো গণার দিন ফুড়াইয়া গেল আর কি পাবে বল।