কোথায় গিয়া তাপিত প্রাণ জুড়াই।
আমায় বলরে সুবল ভাই কোথায় গিয়া তাপিত প্রাণ জুড়াই।।
দাহ দাহ করে জ্বলছে আগুন কি দিয়া বানাই।।
হায় রে একি কাল আগুন জল দিলে সে জ্বলে দ্বিগুণ রে।
কোথায় গিয়ে করিয়ে কেমন বিনোদিনী পাই।।
কি করিব কোথায় যাব কোথায় গিয়ে প্রাণ জুড়াব রে।
আমায় প্রাণে মারি কই লুকাইলো কমলিনী রাই।।
বাউল রিয়াছত কয় কাঁদিয়া রাধার প্রেমে দুঃখ পাইয়ারে।
আমার দুঃখে দুঃখে জীবন গলে সুখ কি আমার নাই।