“কোথা গেলে পাব রামকৃষ্ণ দুই
জগত-জীবন ধন।
আর কি হেরব সবার গোচর
তথাই আছয়ে মন।।
শুন নন্দঘোষ, আমার বচন
চল যাব সেই ঠাম।
দু বাহু পসারি কোলেতে লইয়া
দেখি নবঘন শ্যাম।।
এ ক্ষীর নবনী ছেনা দুগ্ধ চিনি
দিব সে দোঁহার মুখে।
তবে সে যাইব আদর আগুন
হইব অতি সে সুখে।।
দোঁহার বদন মোহন মদন
চল আগে গিয়া দেখি।
বদন চুম্বন করিব যতন
এই সে তাহার সাখি।।”
এই বলি কান্দে যশোদা রোহিণী
তিল স্থির নাহি বান্ধে।
‘কানাই, কানাই’ — বলিয়া বলিয়া
নিরবধি রাণী কান্দে।।
চণ্ডীদাস বলে– “বজর পড়িল
কি আর দেখহ তোরা।
সবারে তেজিয়া রহল তথায়
সেই সে নয়নতারা।।”