কোথা যাও পরাণ রাধার।
মুখ তুলি চাহ একবার।।
কি কহিলে নিকুঞ্জকুটীরে।
দুটী হাত দিয়া রাধার শিরে।।
পাথারে ভাসালে ব্রজবালা।
দাঁড়াইবার নাহি গাছের তলা।।
তোমার সোহাগে মাতিলাম।
গুরু গরবিত না মানিলাম।।
গোবিন্দদাসের ঝোরে প্রাণ।
পুন কিয়ে মিলব কান।।