কো সখি অক্রূর ভোজ-নৃপতি-চর
বরজে বিজই কোন কামে।
মুরহর হলধর দুহুঁ-জনে লেয়ব
রথে করি মধুপুর-ধামে।।
সখি হে কোন কহল ইহ বাণী।
পদুমা রোই উরধ-মুখে ধাওত
উর পর কঙ্কণ হানি।।ধ্রু।।
তাহে হাম পুছইতে সো মোহে বোলল
যাহ যাহ নিজ সখি পাশ
রজনী পোহাইলে রোহিণি-সুত সঞে
কানু চলব পরবাস।।
পদুমিনি মুখে শুনি এত বেরি আওলুঁ
গোচর করলুঁ মুঞি তোয়।
হা হা হরি বলি সুবদনি মুরছিত
চন্দ্রশেখর তঁহি রোয়।।