খেণে খেণে কান্দি লুঠই রাই রথ আগে
খেণে খেণে হরি-মুখ চাহ।
খেণে খেণে মনহি করত জানি ঐছন
কানু সঞে জীবন যাহ।।
সজনি ইহ দুখ-সাগর মাঝ।
কো নাহি ডূবল ঐছন হেরইতে
গোকুল-গোপ-সমাজ।।
খেণে তৃণ মুখে ধরি রথক আগুসরি
আছাড়ি পড়ল নিজ অঙ্গে।
খেণে পুন মুরছই খেণে পুন উঠই
ডূবই বিরহ-তরঙ্গে।।
রাধামোহন পহু আগমন সঙ্কেতে
করি অছু হরল গেয়ান।
হেরি অক্রুর পুন সময়হি ঐছন
রথ লেই করল পয়ান।।