গগনক চান্দ হাথ ধরি দেয়লুঁ
কত সমুঝায়ল নিতি।
যত কিছু কহল সবহু ঐছন ভেল
চীতপুতলী সমরীতি।।
মাধব বোধ না মানই রাই।
বুঝইতে অবুঝ অবুঝ করি মানএ
কতএ বুঝায়বি তাই।।
তোহারি মধুর গুণ কতহি থাপলু
সবহু কঠিন করি মানে।
যৈছন তুহিন বরিখে রজনী
কত কমল নাসহএ পরাণে।।
বিদ্যাপতিবাণী শুন শুন গুণমণি
আপে করহ পয়ান।
রাজা সিবসিংহ রূপ নরায়ণ
লছিমা দেই রসগান।।