গোলোকের নাথ হৈয়া দেশে দেশে ভরমিয়া
পাত্রাপাত্র না কৈলা বিচার।
অযাচিত প্রেমধন দান কৈলা জনে জন
জগতেরে করল উদ্ধার।।
গোরা গোসাঞি করুণাসাগর অবতার।
কেবল আনন্দ ধাম দিয়া হরেকৃষ্ণ নাম
পতিতেরে করল নিস্তার।।
অধম দুর্গত দেখি হৈয়া সকরুণ আঁখি
মরি মরি বলি করে কোলে।
হিয়ার উপরে তুলি লোটায় ধরণী ধূলি
নদী বহে নয়ানের জলে।।
তৃণ ধরি দুই করে কাতর হৈয়া উচ্চস্বরে
হরি বোল বলি পহুঁ কান্দে।
প্রেমানন্দে অচেতন কান্দে সব, বলরাম
এড়াইল হেন ফান্দে।।