গৌরাঙ্গ নহিত কি মেনে হইত
কেমনে ধরিত দে।
রাধার মহিমা প্রেম রস সীমা
জগতে জানাত কে।।
মধুর বৃন্দা বিপিন-মাধুরি
প্রবেশ চাতুরি সার।
বরজ যুবতী, ভাবের ভকতি
শকতি হইত কার।।
গাও পুনঃ পুনঃ গৌরঙ্গের গুণ
সরল করিয়া মন।
এ ভব সাগরে এমন দয়াল
না দেখি যে একজন।।
গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া
কেমনে ধরিনু দে।
নরহরি হিয়া পাষাণ দিয়া
কেমনে গড়িয়াছে।।