গৌরাঙ্গ রসের নদী প্রেমের তরঙ্গ।
উছলি বহিছে নদী কভু নহে ভঙ্গ।।
অভিরাম সারঙ্গ তট দুই খানি।
প্রিয় অচ্যুতানন্দ তাহে হঞাছে ঘুরনি।।
প্রেমে তরতর তাহে অদ্বৈত চন্দ্র।
ডুবারু কাণ্ডারী তাহে প্রভু নিত্যানন্দ।।
তাহে ভেলা হঞাছেন প্রিয় গদাধর।
রূপ সনাতন তাহে হঞাছেন মগর।।
যে ডুবিল এই প্রেমসিন্ধুর মাঝারে।
সে তারিয়া গেল ভাই এ ভব-সাগরে।।
আছুক ডুবিবার দায় পরশ না পাঞা।
নরোত্তম দাস কান্দে দূরে ফুকরিঞা।।