চম্পকদাম হেরি চিত অতি কম্পিত
লোচনে বহে অনুরাগ।
তুয়া রূপ অন্তরে জাগয়ে নিরন্তর
ধনি ধনি তোহারি সোহাগ।।
বৃষভানুনন্দিনি জপয়ে রাতি দিনি
ভরমে না বোলয়ে আন।
লাখ লাখ ধনি বোলয়ে মধুর বাণি
সপনে না পাতয়ে কান।।ধ্রু।।
তুয়া পথ নিরখিতে রজনী গোঙায়ই
দিবসে জপয়ে তুয়া নাম।
শয়নে সপনে মনে আন নাহি জানয়ে
তুয়া গুণ গায় অবিরাম।।
হার দূর করি সঘনে আলিঙ্গই
চুম্বই মনমই অঙ্গ।
ভাবে ভরল তনু ধরই না পারই
প্রতি অঙ্গে রসের তরঙ্গ।।
রা কহি ধা পহুঁ কহই না পারই
ধারা বহে নয়নক লোর।
সোই পুরুখমণি লোটয়ে ধরণি পুন
কো কহ আরতি ওর।।
গোবিন্দদাসিয়া তুয়া চরণে নিবেদল
কানুক এতহু সংবাদ।
নীচয়ে জানহ তছু দুখ খণ্ডক
কেবল তুয়া পরসাদ।।