চলল সুনাগর অন্তর গরগর
ঝর ঝর লোচনে পানি।
আগে করি দোতি জোড় করি হাতহি
বোলত গদগদ বাণি।।
এ সখি ধনি কি করব পরসাদ।
এহ নিজ দাসে দাস করি লেয়ব
পূরব মঝু মনসাথ।।
এত কহি কুঞ্জ সমীপহি আওল
দোতিক সঙ্গহি সঙ্গে।
তুহুঁ আগে যাই রাই সনে মীলহ
তাহিঁ বৈঠল করি ভঙ্গে।।
কানুক অঙ্গগন্ধে বন সুবাসল
রাই কহত কিয়ে বাস।।
আওব জানি ফেরি ধনি বৈঠল
কহ যদুনন্দন দাস।।