চলিলা নীলাচলে গৌরহরি।
দণ্ড কমণ্ডলু শ্রীকরে ধরি।।
সঙ্গে নিত্যানন্দ মুকুন্দ আদি।
প্রেমজলে হিয়ে বহয়ে নদী।।
অরুণ অম্বর শোভয়ে গায়।
প্রেমভরে তনু দোলাঞা যায়।।
দণ্ড করে দেখি নিতাই চাঁদ।
পাতয়ে অমিয়া পিরীতিফাঁদ।।
আপন করে লইয়া প্রভুর দণ্ড।
ফেলিলা ছলে জলে করিয়া খণ্ড।।
আসিয়া যবে প্রভু চাহিলা দণ্ড।
নিতাই কহে দণ্ড হইল খণ্ড।।
দণ্ডভঞ্জন শুনিয়া কথা।
কোপ করি পহু না তোলে মাথা।।
কে বুঝে দুহুঁজন মরম বাণী।
প্রেমদাস কহে মুঞি না জানি।।