চলিলা রসিক-রাজ ধনী ভেটিবারে।
অথির চরণ যুগ আরতি অপারে।।
সঙরিতে প্রেম অবশ ভেল অঙ্গ।
অন্তরে উথলল মদন তরঙ্গ।।
শীতল নিকুঞ্জবনে সুতি আছে রাধে।
ধনী মুখ নিরখিতে পহু ভেল সাধে।।
অধর কপোল আঁখি ভুরুযুগ মাঝ।
ঘন ঘন চুম্বই বিদগধ-রাজ।।
অচেতনী রাই সচেতন ভেল।
মদন জনিত তাপ সব দূরে গেল।।
নরোত্তম দাস-পহু আনন্দে বিভোর।
দুহু দুহু মিলনে সুখের নাহি ওর।।