চল সখি হিঁডোরে ঝুলন যাই রে।
সরস হিঁডোর মুঞি ঝুলন ঝুলাই রে।।
আষাঢ় শ্রাবণ সুরঙ্গ শ্রীবন
গগনে গরজে ঘোর।
ভর সরোবর রহু তরু পর
সঘন বোলত মৌর।।
চৌওর ঝারি ঘটাওল মে
মন সে আপন জোর।
যাঁহা সেঁ কামিনী মন আনন্দিনী
পিয়া দেয়ত ঝকোর।।
কোই পান বিড়া কর পর লেই
আদরে পিয়া কর দেত।
কোই সচন্দন কর্পূর দেই
পিয়া সেঁ রস লেত।।
কোই কুম্‌কুম ঔর মৃগমদ
থোরি থোরি লেই অঙ্গে।
অতি শে সিয়ানী পিয়া কোর পর
পড়ু আউলাই রঙ্গে।।
সব সখি মেলি রাগ আলাপত
যতনে সিন্ধু মল্লার।
সুহই বড়ারি ভৈঁরো আসোয়ারি
ভৈরবী তুড়ি কেদার।।
মালবী শ্রীরাগ কৌষিক বেহাগ
বেলোয়ার শুদ্ধরাগ।
কানড়া হিণ্ডোল গৌরী হাম্বির
তাল বহুবিধ লাগ।।
সব সখী মেলি ঝুলত বৈঠি
যৈছন তারা বৃন্দ।
মদন মোহন তহিঁ বিরাজই
যৈছে পুণিম চন্দ।।