চিতচোর গৌর মোর
প্রেমে মত্ত মগন ভোর
অকিঞ্চন জন করই কোর
পতিত অধম বন্ধুয়া।
ভুবনতারণকারণ নাম
জীব লাগিয়া তেজল ধাম
প্রকট হইলা নদীয়ানগরে
যৈছে শারদ ইন্দুয়া।।
অসীম মহিমা কো করু ওর
যুবতী-যৌবন জীবন চোর
বিধি নিরমিল কি দিয়া গৌর
বড়ই রাসের সিন্ধুয়া।
দেখিতে দেখিতে লাগয়ে সুখ
হরল সকল মনের দুখ
বাসু ঘোষ কহে কিবা সে রূপ
নিরখি চিত সানন্দুয়া।।