চির দিনে মীলল রাইক পাশ।
উঠই না পারই বিরহ-হুতাশ।।
বাম পাণি দেই দখিণ শরীরে।
চেতন হোয়ল হাতক ভারে।।
আঁখি মেলি হেরইতে উঠই না পার
নাগর লেয়ল কোরে আপনার।।
বিরহিণি বামে করি বৈঠল কান।
বিরহিণি মানল স্বপন সমান।।
পূরল যতহুঁ-মরম অভিলাষ।
কছু নাহি বুঝল বলরাম দাস।।