চৈত্রে চাতকপক্ষ পিউ পিউ ডাকে।
তাহা শুনি প্রাণ কান্দে কি কহিব কাকে।।
বসন্তে কোকিল সব ডাকে কুহু কুহু।
তাহা শুনি আমি মূর্চ্ছা পাই মুহুর্মুহু।।
পুষ্পমধু খাই মত্ত ভ্রমরীর বোলে।
তুমি দূর দেশে আমি গোঙাইব কার কোলে।।
ও গৌরাঙ্গ প্রভু হে মোরে লেহ নিজ পাশ।
বিরহসাগরে ডুবে এ লোচন দাস।।