জননীরে প্রবোধ বচন কহি পুন।
নিত্যানন্দ করে তার চরণ বন্দন।।
শ্রীবাসাদি সহচরে মিলিলা নিতাই।
শ্রীগৌরাঙ্গের কথা শুনি আকুল সভাই।।
মুরারি মুকুন্দ দত্ত পণ্ডিত রামাই।
একে একে সভা সনে মিলিলা নিতাই।।
সকল ভকত মেলি নিতাই লইয়া।
গোরাগুণকথা শুনি থির করে হিয়া।।
প্রেমদাস বলে মুঞি কি বলিতে জানি।
গলায় গাঁথিয়া লই নিতাইচরণখানি।।