জানলুঁ রে হরি তোহারি সোহাগ।
যাকর দেহলি রজনি গোঙায়লি
তাহি করহ অনুরাগ।।ধ্রু।।
রতিরণ পণ্ডিত বেশ অখণ্ডিত
ঘন ঘন মোড়সি অঙ্গ।
তে অনুমানিয়ে বেরথ উজাগরি
বিঘটিত ভামিনি সঙ্গ।।
মতি অনুরূপ গতি এহ বচন সতি
আজু দেখলুঁ পরতেক।
যো পরবঞ্চক বিহি তাহে বঞ্চউ
দুরজন দেখি না দেখ।।
তুহুঁ রসসাগর বিদগধ নাগর
হাম মুগধিনি কুল-নারী।
গোবিন্দদাসিয়া কহই তুয়া হরি সঞে
অনুনয় বুঝই না পারি।