জানি জানি আগ রাই কালা যাইবে আমারে সমঝাই। ধু
কালা যাইব না’এ না’এ আমি যাইমু তীরে।
কালার আমার হৈব দেখা ওহি কদম তলে।
ও কুলে কালার বাড়ী মাঝে ক্ষীর-নদী উড়ি যাইতুম সাধ করে পক্ষ না দে বিধি।
ও কুলে বাজায় বাঁশী ঘরে বসি শুনি। কিরূপে হইমু পার কোলে যাদুমণি।
সৈয়দ মর্তুজা কহে শুন বনমালি। পালিয়া পুষিয়া যৌবন কারে দিমু ডালি।