জুবতি চরিত বড় বিপরীত
বুঝএ কে দহু পার।
বুঝএ চেতন গুন নিকেতন
ভুলল রহ গমার।।
সাজনি নাগরি নাগর রঙ্গ।
সঙ্গহি রহিঅ তেসর ন বুঝ
লোচন লোল তরঙ্গ।।
বলিত বদন বাঙ্ক বিলোকন
কপটে গমন মন্দা।
দুহ মন মিলল ঠাম অঙ্কুরল
পেম তরুঅর কন্দা।।