জয়তি জয় বৃষ- ভানু-নন্দিনি
শ্যাম-মোহিনি রাধিকে।
বেনি লম্বিত যৈছে ফণি-মণি
বেঢ়ল মালতি-মালিকে।।
শরদ-বিধুবর ও মুখ-মণ্ডল
ভালে সিন্দুর-বিন্দু যে।
ভাঙু গঞ্জিত জিনিয়া কাম-ধেনু
চিবুকে মৃগমদ-বিন্দু যে।।
গরুড়-চঞ্চু জিনি নাসা সুবলনি
তাহে শোহে গজমোতি যে।
রাতা-উতপল অধর যুগল
দশন মোতিক পাঁতি যে।।
হৃদয় ঊপর শোহে কুচযুগ
লাজে চকোরিণি ভোর রে।
নাভি-সরোবরে লোম-ভুজগিনি
বিহরে কুচ-গিরি-কোর রে।।
কণ্ঠে শোভিত হার মণিময়
ঝলকে দামিনি বীজই।
কনক-দণ্ডে জিনি বাহু সুবলনি
কতহুঁ অভরণ সাজই।।
খীন কটি-তটে নীল শাটি শোহে
কনক-কিঙ্কিনি রোলই।
চরণে নূপুর শবদ সুন্দর
যৈছে চটকিনি বোলই।।
যাবক-রঞ্জিত ও নখ-চন্দ্রক
কাম রোয়ত তাহ রে।
দীন বলরাম করত পরিহার
দেহ পদযুগ-ছাহ রে।।