জর জর জর জারিল অন্তর
জবে সে শুনিল ইহা।
যাইতে মথুরা নাগর চতুরা
জারল রাধার দেহা।।
যার লাগি যাই নিকুঞ্জ-ভুবনে
বোলা তেজাইব ভালে।
যমুনা কিনারে যশোদা-নন্দন
রহিব কদম্বতলে।।
যাচিয়া যাচিয়া যতন করিয়া
কে দিব কদম্ব-ফুল।
* * * * * * * *
* * *
যবে সে জানল যবে আইল রথ
যবে সে পড়ল সারা।
যাই একজন বুঝল কারণ
জারল বিরহ গাঢ়া।।
যে জন যাইব তোমারে লইয়া
যমুনা হইলে পার।
জীবনে তেজিব যতন করিয়া
জানিবে বিচার ভার।।
জানে চণ্ডীদাস যাইব মথুরা
যবে সে শুনিল কানে।
জর জর তনু জারল অন্তর
ধৈরজ নাহিক মানে।।