জয় জয় অদ্বৈত আচার্য্য দয়াময়।
যার হুহুঙ্কারে গৌর অবতার হয়।।
প্রেমদাতা সীতানাথ করুণাসাগর।
যার প্রেমরসে আইলা গৌরাঙ্গ নাগর।।
যাহারে করুণা করি কৃপাদিঠে চায়।
প্রেমাবেশে সে জন চৈতন্যগুণ গায়।।
তাহার চরণে যেবা লইল শরণ।
সে জন পাইলা গৌরপ্রেম মহাধন।।
এমন দয়ার নিধি কেনে না ভজিলুঁ।
লোচন বলে নিজ মাথে বজর পাড়িলুঁ।।