জয় জয় পৌর্ণমাসী বলি যোগমায়া।
রাধাকৃষ্ণ লীলা করান মায়া আচ্ছাদিয়া।।
জয় জয় বৃন্দাদেবী কৃষ্ণ প্রিয়তমা।
জয় জয় বীরা সখী সর্ব মনোরমা।।
জয় জয় রত্ন মণ্ডল রত্ন সিংহাসন।
জয় জয় রাধাকৃষ্ণ সঙ্গে সখীগণ।।
শুন শুন আরে ভাই করিয়ে প্রার্থনা।
ব্রজে রাধাকৃষ্ণ সেবা করহ ভাবনা।।
ছাড়ি অন্য কর্ম অসত সঙ্গ আলাপনে।
ব্রজে রাধাকৃষ্ণচন্দ্রে করহ ভজনে।।
এই সব লীলাস্থানে যে করে স্মরণ।
জন্মে জন্মে শিরে ধরোঁ তাহার চরণ।।
শ্রীগুরু বৈষ্ণব পাদপদ্ম করি আশ।
নাম সংকীর্তন কহে নরোত্তম দাস।।