জয় জয় নিত্যানন্দ রায়।
অপরাধ পাপ মোর তাহার নাহিক ওর
উদ্ধারহ নিজ করুণায়।।ধ্রু।।
আমার অসত মতি তোমার নামে নাহি রতি
কহিতে না বাসি মুখি লাজ।
জনমে জনমে কত করিয়াছি আত্ম-ঘাত
অতয়ে সে মোর এই কাজ।।
তুমি ত করুণাসিন্ধু পাতকী জনার বন্ধু
এবার করহ যদি ত্যাগ।
পতিত-পাবন নাম নির্ম্মল সে অনুপাম
তাহাতে লাগয়ে বড় দাগ।।
পুরুবে যবন আদি কত কত অপরাধী
তরায়্যাছ শুনিয়াছি কানে।
কৃষ্ণদাস অনুমানি ঠেলিতে নারিবে তুমি
যদি ঘৃণা না করহ মনে।।