তবে কহে সেই গোপের রমণী–
“শুন গো, জসদা রানি,
বড় অপরূপ শুন কহি কথা
[* * *]
অনেক ছায়ালে কোলে করি কত
চুম্বন করিএ মুখ।
তোমার নন্দনে চুম্বন করিতে
বাড়এ অনেক সুখ।।
[* * *]হ লাগিল মরমে
ছুইতে বালক-অঙ্গ।
জেমত গোলোক– বৈভবেতে সুখ
পাইলাম তেমন রঙ্গ।।
অঙ্গনিজ [* * *] ত ভেল
এ কন বুঝিতে নারি।
কোন দেব আসি জনম লভিল
তোমার কহিলাম ভালি।।
এমন ম[* * * *] শকতি
দেখিআ দেবতা-চিহ্ন।
সরস কপাল নয়ন যুগল
চরণের চিহ্ন ভিন্ন।।
কিবা কোন দেব [* * *]
বুঝিতে নাহিনু এহ।
দেবতা-অকৃতি দেখিল প্রকৃতি
না হএ মানুষ-দেহ।।
দেখি তোর পুত্র হেন [* *]
উদ্ধারিব বংশ।
জানিলু হৃদয়ে নাহিক সংশয়ে
কোন দেবতার অংশ।।
চণ্ডিদাস কহে — “এই পুত্র হইতে
[* *]গারি ।
কত কোটি বংশ উদ্ধারিব অংশ
এই শিশু দেব-হরি।”