তোহারি সম্বাদে আনলু মাধব
মোহন যমুনা তীর।
এক কলাবতী লাগি পায়ল
ধরল মাধব চীর।।
করে কর ধরি ভুজ লতা বেড়ি
লৈ গেল আপন গেহ।
সহজে ভ্রমর মধুতে মাতল
ছোড়ল কমল নেহ।।
সুন্দরি মন্দিরে কর অভিসার।
অনেক যতনে রতন মিলল
পথে ভেল বাটোয়ার।।
তোহারি বচন কহলুঁ রে ধনি
আর না পাওব কান।
পন্থ নেহারি নিদ না আওত
নিশি ভেল অবসান।।
দূতীক বচন শুনইতে ধনী
মনহি লাগল ধন্দ।
অধর মলিন ভৈগেল ঐছন
যৈছন দিবস চন্দ।।