তোহরি বিরহ বেদনে বাউর
সুন্দর মাধব মোর।
খনে অচেতন খনে সচেতন
খনে নাম ধরু তোর।।
রামা হে তু বড়ি কঠিন দেহ।।
গুন অপগুন ন বুঝি তেজলি
জগত-দুলহ নেহ।।
তোহারি কহিনি কহইতে জাগয়
সুতই দেখয় তোয়।
এ ঘর বাহির ধৈরজ না ধর
পথ নিরখয়ে রোয়।।
কত পরবোধি ন মানে রহসি
ন করে ভোজন পান।
কাঠ মূরতি ঐসন আছয়ে
কবি বিদ্যাপতি ভান।।