তবে কহে সেই যুগিআ ভিখারী
‘”শুনহ জসদা মাতা।
এমত ছাআলে নিবিড়ে রাখিহ
* * *।।
ইহ সে হয়েন পুরুষ উত্তম
ইহার আপদ নহে।
তথাপি গুপতে রাখিবে ছাআলে
কহিল কিছুই তোহে।।
পুরূবে * * * ন নন্দরাণী,
জে কালে এ কথা হয়ে।
সে দিনে দেবের সুরপুর মুঞি
গেছিলাম আমি তায়ে।।
বসু * * * গেছিলা আর জে
জথাহ বৈকুণ্ঠ-নাথ ।
কংসের ভারেতে টল বল মানি
কহিতে লাগল সাথ।।
* * * পাতালে প্রবেশি
শুনহ গোলক-হরি।
প্রবিশি পাতালে দুষ্ট কংস লাগি
তুমি সে এ সৃষ্টিধারী।।
* * * কহিলা উত্তর–
”জাহত ধরনি, তুমি।
মধুপুরে গিআ দৈবকী-উদরে
জনম লভিব আমি।।
* * * উৎপত্তি হঞা
বধিব সে কংসাসুর।
বধিআ কংসেরে তুমারে তুষিব
সব ভার করি দূর।।
* * * হইব জতন
কহিব জগত-জনে।
নন্দগৃহে গিআ করিব বেহার”
দিন চণ্ডিদাস ভণে।।