তরুণ অরুণ সিন্দূর বরণ
নীল গগনে হেরি।
তোহারি ভরমে তা সঞে রোখয়ে
মানিনী বদন ফেরি।।
কানু হে রাইক ঐছন কাজ।
আট প্রহরে তো বিনু সাজই
আটহুঁ নায়িকা সাজ।।ধ্রু।।
প্রাণ সহচরী চরণে সাধই
কানু মানায়বি তোহি।
আঁখি মুদি কহে অবহুঁ মাধব
কাহে না মিলল মোহি।।
খঞ্জন ধনিতে উমতি ধাবই
তোহারি নূপুর মানি।
হাসি আভরণ অঙ্গে চঢ়ায়ই
শেজ বিছায়ই আনি।।
নীল নিচোল সঘনে মাগয়ে
নিবিড় তিমির হেরি।
ঘুমল তো সঞে কহই ঐছন
বেশ বনায়বি মোরি।।
কোকিলের রবে চমকি উঠয়ে
নিয়ড়ে না হেরি ভোরি।
সোঙারি তোহারি গমন মথুরা
মুরছি পড়ল গোরি।।
নিঝর নয়নে সব সখীগণে
খোঁজত বহে না শ্বাস।
তোহারি চরণে কহিতে ধাওল
পামরি গোবিন্দদাস।।