তরুয়া কদম্বতলে নাগরের বসতি। রাধারে মিলিতে কানু আইসে নিতি নিতি।।
কিসের লাগিয়া আইলু কলসী লৈয়া মাথে। রাধে কলঙ্কিনী খোটা রৈল জগতে।।
বাঁশীটী লৈয়া কানু রৈছে কদম ডালে। লীলুয়া বাতাসে বাঁশী রাধা রাধা বলে।।
রাধায় শুনিলা যবে মুররীর ধ্বনি। চলিলা সুন্দরী রাধা হৈয়া উদাসিনী।।
এক সখির হাতে ধরি আর এক সখি চলে। সকলের উলামেলা যমুনার জলে।।
আগাপিছা হৈয়া সখি চলৈন ধীর ধীরে। পন্থের উদ্দেশ করৈন মুররীর স্বরে।।
এক সখিয়ে উঠিয়া বলে আর এক সখির স্থানে।
ভরিতে যমুনার পানি কালা উঠে মনে।।
গোকুলের যত সখি জল ভরিতে যায়। কাঙ্খে কলসী লৈয়া কানুর রঙ্গ চায়।।
কলসী লৈয়ী সখি চলিয়া গেলা ঘরে। মুররী বাজাইয়া কানু যায় রাধার মন্দিরে।
রাধার মন্দিরে গিয়া কানু মুররী দিলা টান।
রাধিকা সুন্দরী বোলৈন ঘটে আইলা জানু।।
ছৈয়দ শাহনূর বলে মিছা জালে রৈলু। এ সব দুর্লভ পন্থ বিফলে হারিলু ।।