তুই বন্ধুর পিরীতে রে হারাইলাম জাতি কুল।
লোকে বলে কলঙ্কিনী, তুই হাসাইলে গকুল।
তুই ভাসাইলে দুই কূল। রে অন্তরায় রইল শূল।
আমার গো আশা মনে রইল ‘অমূল'(অপূর্ণ)
ফুলের বাগানে যেমন বঞ্চিত বুলবুল। রে অন্তরায় রইল শূল।
অধীন মনকরে বলে ভাবিয়া রসূল।
আমার আশায় দিন ফুরাইল চইক্ষে দিয়া ধূল। রে অন্তরায় রইল শূল।