তুমি আইলায় নারে মুই অভাগীর ঘরে বা শ্যামচান্দ তুমি আইলায় না রে। ধু
ফুলের বিছানা থইলু বিছাইয়া, আওর গুলাব কত আমি দিলাম সাজাইয়া বা ।।
তুই বন্ধু আসিবে করি দরজায় না দেই দড়ি।
ভাবিয়া চিন্তিয়া মরি তুমি রইলায় কার বাড়ী।
সয়ালের দয়াল তুমি দুই নয়নের তারা।
চিরদিনের দাসী আমি তোমার পিরিতের মারা বা।।
তোমার পিরিতের লাগি কত কষ্ট করি।
সইলে আইসে নিদয়া আমি সদায় জুইরে মরি।
কথায় রইলায় রে বন্ধু আমারে ভুলিয়া।
কার ঠাই জিজ্ঞাসা করি কে দিব জানিয়া।।