তুমি মোর নিধি রাই তুমি মোর নিধি।
না জানি কি দিয়া তোমা নিরমিল বিধি।।
বসিয়া দিবস রাতি অনিমিখ-আঁখি।
কোটি-কলপ যদি নিরবধি দেখি।।
তভু তিরপিত নহে এ দুই নয়ান।
জাগিতে তোমারে দেখি স্বপন সমান।।
নীরস দরপণ দূরে পরিহরি।
কি ছার কমলের ফুল বটেক না করি।।
ছি ছি কি শরদের চাঁদ ভিতরে কালিমা।
কি দিয়া করিব তোমার মুখের উপমা।।
যতনে আনিয়া যদি ছানিয়ে বিজুরী।
অমিয়ার সাঁচে যদি গড়াইয়ে পুতলী।।
রসের সায়রে যদি করাই সিনান।
তভু ত না হয় তোমার নিছনি সমান।।
হিয়ার ভিতরে থুইতে নহে পরতীত।
হারাঙ হারাঙ হেন সদা করে চিত।।
হিয়ার ভিতর হৈতে কে কৈল বাহির।
তেঞি বলরামের পহুঁ চিত নহে থির।।