তুয়া বিনি এক ক্রটি মানি কত যুগ কোটি
না জানি কি জান মণিমন্ত্র।
তুমি বীণাবাদিনী মম হৃদি বীণাখানি
তোমার হাতেতে সখী যন্ত্র।।
এত কহি নাগর ধরি প্রিয়া আঁচর
বৈঠল নাগরী পাশ।
কত রতিরভস পরম প্রেম সরস
জগমনোমোহন হাস।।
নিজ পীতবসনে রাই মুখ মাজই
হেরই পুন পুন অঙ্গ।
অলক তিলক ভালে নিজ মালা দেই গলে
নব মদ মদন তরঙ্গ।।
কুচযুগে চিত্র তিলক হরি রচই
কবরী বান্ধই নানা ফুলে।
বেণী বনায়ত রচয়িত মালা
স্তবক পরায়ে শ্রুতিমূলে।।
কহ ধনী বিনোদিনী শুন বর কান
চূড়া বান্ধিঞা দেহ মোর।
এ দাস নয়ন করে পুন পুন নিবেদন
অধীন নাগর ভেল ভোর।।