তোহারি কোর পর যো হরি তোর।
তুয়া নাম লেই যবহুঁ ভেল ভোর।।
কতিহুঁ গেলি বলি মুরুছল সেহ।
তুহুঁ পুন ভোরি না বান্ধলি থেহ।।
এ ধনি বিছুরলি সো দিন তোই।
কৈছে রহলি এত মানিনি হোই।।
তোহে না হেরি তিল যুগ ছিল যাক।
সো বিরহানলে পড়ল বিপাক।।
ফুলপর তুয়া সঞে শূতয়ে যেহ।
তুয়া আগে ধূলি লোটায়ই সেহ।।
অঙ্গে না সহ ফুল মালতি-দাগ।
বিন্ধয়ে মদন-বাণ তহি লাখ।।
কবহুঁ নাহ তুয়া দুখ না জান।
গোবিন্দদাস কহ তেজহ মান।।