ত্রিভুবন-বিজয়ি মদন মহারাজ।
বৈঠল বৃন্দাবনে নিকুঞ্জক মাঝ।।
গোরস আওত রসবতি ঠাম।
সৃজিল বিপিন-পথে সরবস দান।।
তোহে কহোঁ গোপিনি আয়ানের রাণি।
কেমনে জানিবা দান সহজে আয়ানি।।
তহুঁ গজ-গামিনি হরি জিনি মাঝ।
নব যৌবন-মদে নাহি দেহ রাজ।।
মোহে গিরিধর বলি সোঁপল কাজ।
আপনে আপন কথা কহিতেহ লাজ।।
কেবল গোরস-দানে কেনে দেহ ভঙ্গ।
বিচারে চাহিয়ে দান প্রতি অঙ্গে অঙ্গ।।
এসব দানের কথা জানয়ে বড়াই।
গোবিন্দদাস কহ চপল কানাই।।