ত্রেতায় অনুজরূপে শ্রীরাম সঙ্গতি।
বধিলে রাবণ জত রাখিলে খিআতি।।
গোকুলে গোপাল সঙ্গে নব বলরাম (?)
কেবল কৃপায় হরে, মোচানন্দ নাম।।
অতি অপরূপ নিতাইর করুণা।
আনন্দে পুরিল লোক, পাসরে আপনা।।
গোলোকের সম্পদ কীর্তন চিন্তামণি।
যাহার পরশে ধন্য ধন্য ধরনি।
প্রেম-ভকতি-সুধা জগতে বিলায়।
ধর্ম্ম অর্থ কাম মোক্ষ কেহো নাহি চায়।।
জীবের ভাগ্যে গৌর চান্দ পরকাশ।
কলি ঘোর তিমির তিলেকে (করে ?) নাশ।।
অপার মহিমা প্রভুর কে কহিতে পারে।
জ্ঞানদাস না ভজিল হেন অবতারে।।