দারু-দারুণ- দয়িত-দূষণ-
দলত দোলত হীয়।
দুসহ দোসর দগধ-দরপক-
দহনে দহ দহ জীয়।।
দেবকীসুত দেব দেখলোঁ
দীন দুবরি রাই।
দেহ দীপতি দেখত দেখিয়ে
দিবস-দীপক ছাই।।
দনুজ-দারুণ দূর দেশহি
দোখে দূখিত গোরি।
দৈব দুরগহ দোষ-দূষিত
দুলহ দরশন তোরি।।
দেহি দীঘল দীঠে দেহলি
দামোদর দিশ দেখি।
দাস গোবিন্দ দিব দেই দেই
দীঘ দিনগণ লেখি।।