দুই করে ধরি অক্রূর গোহারি
করল নিজহি কোড়।
আলিঙ্গন দিয়া শ্রীঅঙ্গ স্পর্শিয়া
সুখের নাহিক ওর।।
শ্রীঅঙ্গ পরশে প্রেমের অবশে
উঠল অক্রূর রায়।
ভোজন অবশেষ যে কিছু আছিল
পাওল আনন্দে তায়।।
রথ চালাইল মথুরার মুখে
যমুনা হইল পার।
মথুরা নগর প্রবেশিল গিয়ে
রসের আনন্দ সার।।
শিঙ্গা মুরলীর গানে উতরোল
মথুরা নগর ধ্বনি।
নগরের লোক বাহির হইয়া
দেখয়ে গোকুলমণি।।
মথুরা-নাগরী নয়ন পসারি
দেখে রাম হলধরে।
এত ক্ষণে কেহ নাহিক পালটে
নিমিখ নাহিক ধরে।।
আহা মরি মরি কি রূপমাধুরী
লখিতে নাহিক পারে।
হেন মনে করি সহস্র নয়ন
অঙ্গে অঙ্গে যদি ধরে।।
বিধি দিয়াছেন যুগল নয়ন
ইহাতে দেখিব কত।
তবে সে দেখিথু নয়ান ভরিয়া
এ লাখ নয়ান হত।।
আপনা আপনি মথুরা-নাগরী
অভিমান করে অতি।
চণ্ডীদাস কহে কলার অংশ
তাহার রূপের কতি।।