দুহুঁ দুহুঁ পিরীতি আরতি নাহি টুটে।
পরশে পরম কত কত সুখ উঠে।।
নাচয়ে গৌরাঙ্গ মোর গদাধররসে।
গদাধর নাচে পুন গৌরাঙ্গবিলাসে।।
প্রকৃতি পুরুষ কিবা জানকী শ্রীরাম।
রাধাকানু এই কিবা রতি দেব কাম।।
অনন্ত অনঙ্গ জিনি অঙ্গের বলনি।
উপমা মহিমাসীমা কি বলিতে জানি।।
মুখে চাঁদ কি বর্ণিব নিতি জীয়ে মরে।
কর-পদে পদ্ম কিবা হিমভরে ঝরে।।
প্রেমকীর্ত্তন সুখ নদীয়া নগরে।
প্রেমের গৃহিণী সে পণ্ডিত গদাধরে।।
প্রেমপরশমণি শচীর নন্দন।
উদ্ধারিল জগজন দিয়া প্রেমধন।।
কহে নয়নানন্দ দোঁহার বিহার।
শুনিতে হরয়ে মন ইথে কি বিচার।।