দূর দুগ গম দমসি ভঞ্জেও
গাঢ় গঢ় গূঢ়ীঅ গঞ্জেও
পাতিসাহ সমীম সীমা
সমর দরসেও রে।।
ঢোল তরল নিসান সদ্দহি
ভেরি কাহল সঙ্খ নদ্দহি
তীনি ভুঅন নিকেত
কেতকি সন ভরিও রে।।
কোহে নীরে পয়ান চলিও
বায়ু মধ্যে রায় গরুও
তরনি তেঅ তুলাধার
পরতাপ গহিও রে।।
মেরু কনক সুমেরু কম্পিয়
ধরনি পূরিয় গগন ঝম্পিয়
হাতি তুরয় পদাদি পয়ভর
কমন সহিও রে।।
তরল তর তরবারি রঙ্গে
বিজ্জুদাম ছটা তরঙ্গে
ঘোর ঘন সঙ্ঘাত
বারিস কাল দরসেও রে।।
তুরয় কোটি চাপ চূরিয়
চার দিস চৌ বিদিস পূরিয়
বিসম সার আসার
ধারা ধোরনী ভরিও।।
অন্ধ কুঅ কবন্ধ লাইঅ
ফেরবি ফফ ফরিস গাইঅ
রুহির মত্ত পরেত ভূত
বেতাল বিছলিও।।
পার ভই পরিপন্থি গঞ্জিঅ
ভূমি মণ্ডল মুণ্ডে মণ্ডিঅ
চারু চন্দ্র কলেব কীর্ত্তি
সুকেত কী তুলিও।।
রাম রূপে স্বধম্ম বিখ্‌অ
দান দপ্পে দধীচি রধ খিঅ
সুকবি নব জয়দেব
ভনিও রে।।
দেবসিংহ নরেন্দ্র নন্দন
সত্রু নরবই কুল নিকন্দন
সিংঘ সম সিবসিংঘ রায়া
সকল গুনক নিধান গণিও রে।।